সচিবালয়ে আগুনের ঘটনায় পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে দুর্নীতির প্রমাণ, প্রকল্পের অর্থ লোপাটসহ নানা দলিলপত্রও রয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আর পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলছেন, নাশকতা-ষড়যন্ত্রসহ সব সম্ভাবনা মাথায় রেখেই এ ঘটনার তদন্ত হবে।