কুমিল্লার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ওষুধের তীব্র সংকট
কুমিল্লার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। চিকিৎসা পেলেও বিনামূল্যে ওষুধ পাচ্ছেন না রোগীরা। এসব হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবা থাকলেও ওষুধ সংকটে বিপাকে দরিদ্র ও নিম্নবিত্তরা। কবে নাগাদ ওষুধ মিলবে তাও নিশ্চিত করে বলতে পারছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়। ফলে ভোগান্তির কবলে হাসপাতালটির সেবা গ্রহীতারা।