খেলোয়াড়দের কণ্ঠে আক্ষেপ
একসময় ক্রীড়াপ্রেমীদের মুখে ফিরত ঐতিহ্যবাহী ক্লাব আজাদ বয়েজের নাম। ফুটবলের উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ সালাউদ্দিন, আশরাফুল হকের মতো তারকারা খেলেছেন এই ক্লাবে। মোহামেডান, আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে চললেও সময়ের পরিক্রমায় অকার্যকর হয়ে গেছে ১৯৬০ এর দিকে গঠিত ক্লাবটি। খেলাধুলার বদলে এখন, আবাসস্থল হয়ে উঠেছে পুলিশের। যদিও কীসের ভিত্তিতে নিজেদের আবাসিক ভবন গড়েছে আইনশৃঙ্খলা বাহিনী, জানতে চাইলে মেলেনি সদুত্তর। খেলোয়াড়দের কণ্ঠে ঝরেছে আক্ষেপ।