এমএ আজিজ স্টেডিয়ামকে ১০ বছরের পরিবর্তে ২৫ বছরের জন্য বরাদ্দ চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানান, ফিফার অর্থায়নে কমলাপুর ও বাফুফের টার্ফ সংস্কার করতে চায় ফেডারেশন। পরিকল্পনা আছে আরও চার থেকে পাঁচটি স্টেডিয়াম সংস্কারেরও।