তোপের মুখে মার্শাল ল' প্রত্যাহার, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিলের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের সদস্যরা। এই রায়ে বাতিল হয় সামরিক আইনের প্রস্তাব। এর আগে মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে আচমকাই দেশজুড়ে মার্শাল ল' জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল। এর পরপরই ডাকা পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত বাতিলের প্রস্তাবে সম্মত হন ১৯০ জন সংসদ সদস্য। সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিলের পর ইউন সুক ইউলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।