তফসিল ঘোষণার পর থাকবে না ব্যানার-ফেস্টুন, করা যাবে না মিছিল-মিটিং
তফসিলের পর থেকেই বলবত হবে আচরণবিধিসহ নির্বাচনি আইন। থাকবে না মোড়ে মোড়ে বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন। আনুষ্ঠানিক প্রচারণার নির্ধারিত সময়ের আগে করা যাবে না মিছিল-মিটিংও। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ এই নির্বাচনে শুরু থেকেই আইন প্রয়োগের দৃষ্টান্ত দেখাতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। একইসঙ্গে তারা বলছেন, অতীতের কালিমা মুছে নিরপেক্ষ ভূমিকা রেখে প্রশাসনের জন্য বড় সুযোগ ঘুরে দাঁড়ানোর।