পৈত্রিক ভিটায় তো বটেই, নিজ নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়েও উপেক্ষিত বেগম রোকেয়া!
পৈত্রিক ভিটায় তো বটেই, নিজ নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়েও উপেক্ষিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ইতিহাস। অবমূল্যায়ন এটাই প্রকট, সেখানে নেই তার কোনো ম্যুরাল। দেড় দশকেও হয়নি রোকেয়া চর্চা ও গবেষণার প্রাতিষ্ঠানিক কাঠামো। বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দফা চেষ্টার কথা বললেও পাঠ্যসূচিতে যোগ করতে পারেনি রোকেয়া স্টাডিজ কোর্স।