সামান্য বৃষ্টিতে নারায়ণগঞ্জের সড়কে জলাবদ্ধতা
সামান্য বৃষ্টি হলেই নারায়ণগঞ্জে সড়কে পানি জমে সৃষ্টি হয় চরম ভোগান্তির। বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা পানি মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। গত দুই দিনের বৃষ্টিতে নগরীর এই চিত্রই দেখা গিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়ছে চাকরিজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ। এছাড়াও নগরীর বিভিন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোতে আসতেও চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তার স্বজনরা। অনেককে বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়েই গন্তব্যে যেতে দেখা গেছে।