নাটোরের নারদ নদ নতুন রূপে; এক কিলোমিটারের বেশি এলাকা পরিষ্কার
নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ এখন যেন নতুন দৃশ্যপট। লেপ-বালিশ, কাঁথা, ককশিট, ফ্রিজ থেকে শুরু করে অজস্র পলিথিন সব সরিয়ে ধীরে ধীরে চেহারা বদলাচ্ছে নদের। জেলা প্রশাসনের উদ্যোগে নদ পরিষ্কার অভিযানে এরইমধ্যে এক কিলোমিটারের বেশি এলাকা দৃশ্যমান হয়েছে।