সন্দেহের তালিকায় বিজয়-পেরেরাসহ ১০ ক্রিকেটার
বিপিএলের এগারোতম আসরে চেক জালিয়াতি, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নয়-ছয় আর প্রতারণা এখন অতীতের গল্প। তবে এবার দেশের জমজমাট পূর্ণ এই টুর্নামেন্টের আকাশে কালো মেঘ হয়ে ঘনিয়ে আসছে ফিক্সিং-কাণ্ড।