অনুপ্রবেশ ঠেকাতে একের পর এক কঠোর পদক্ষেপ ট্রাম্পের
ক্ষমতায় বসেই মার্কিন অভিবাসীদের জীবনকে ভয়াবহ এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুপ্রবেশ ঠেকাতে একের পর এক নিচ্ছেন কঠোর পদক্ষেপ। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির পর এবার টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় ১৫০০ সৈন্য পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের ধরতে যেকোনো স্থানে গ্রেপ্তার অভিযানের অনুমতির পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ধরপাকড়ের খবর পাওয়া গেছে।