ফেনীতে নদী রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত বেশ কয়েকটি এলাকা
ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে ভাঙনের সৃষ্টি হয় নদী রক্ষা বাঁধের ৫টি স্থানে। প্লাবিত হয় ১২টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় রাস্তা-ঘাট, ফসলি জমি ও পুকুরের মাছ। ক্ষতির এই চিত্র ফুলগাজী ও পরশুরাম বাসীর একদিনের নয়। বর্ষা মৌসুম এলেই দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার লাখো মানুষ। প্রতিবছর স্থায়ী সমাধানের আশ্বাস মিললেও তার বাস্তবায়ন হয় না।