
জাতীয় নাগরিক কমিটির নতুন দল: আত্মপ্রকাশের আগেই নেতৃত্ব নিয়ে বিরোধ
নেতাদের দাবি অর্ন্তকোন্দল নয় এটি নেতৃত্বের প্রতিযোগিতা
চলতি সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গঠিত এ দলের আদর্শ হবে মধ্যমপন্থার। চর্চা হবে গণতন্ত্র ও জবাবদিহিতা। তবে আত্মপ্রকাশের আগেই দলটির নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের দাবি, এটি অর্ন্তকোন্দল নয় বরং নেতৃত্বের প্রতিযোগিতা। এদিকে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শিক্ষা নিয়ে নতুন দলকে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের।

'নতুন রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা আছে'
এ সপ্তাহের শেষ দিকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তা আনুষ্ঠানিক ভাবে জানানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, 'তবে নতুন রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা আছে।'

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। কিছু সংস্কারের পর ১ থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন চায় দলটি। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিভেদ
জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের আশঙ্কা থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছে বিএনপি। আর এই মুহূর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজন দেখছে না জামায়াতে ইসলামী। আর বিএনপির দাবিকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ উল্লেখ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনীতিতে সমতা ফিরবে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি।