আগুন প্রতিরোধে ফস-চেক পাউডারের কার্যকারিতা নিয়ে নতুন বিতর্ক
বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে লস অ্যাঞ্জেলেসের নজিরবিহীন দাবানল। স্মরণকালের ভয়াবহ এ দুর্যোগে টালমাটাল গোটা নগরী। আগুনের ঝুঁকি মোকাবিলায় বিমান থেকে ছেটানো হচ্ছে বিশেষ এ ধরনের অগ্নি নির্বাপক পাউডার, যা ফস-চেক পাউডার নামে বেশি পরিচিত। তবে তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আগুন প্রতিরোধে লাল-গোলাপি রঙের এই পাউডার আসলে কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে।