নারী ক্রিকেটারদের এক বছরের বেতন বকেয়া, নেই নথিপত্রও
২০২৩ সালের বেতন এখনও পাননি জাতীয় দলের বেশ কয়েকজন নারী ক্রিকেটার। কেবল তাই নয়, তাদের পাওনার নথিপত্রও নেই বোর্ডের কাছে। বিসিবির নতুন গ্রেডিং সিস্টেম নিয়েও আপত্তি আছে ক্রিকেটারদের। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের কর্তা।