জয়পুরহাটে গরু-মহিষ-ঘোড়ার মেলা
দোল উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের গোপিনাথপুরে বসেছে গরু, মহিষ আর ঘোড়ার মেলা। বাহারি ঘোড়া, সেই সাথে মহিষ ও গরুর বেচাকেনা চলে এ মেলায়। পনেরো দিনের গ্রামীণ মেলায় প্রথম পাঁচদিন চলে গরু, মহিষ আর ঘোড়ার এই বেচাকেনা। পরের দশদিন চলে গ্রামীণ মেলা। মেলার প্রথম পর্বেই বেচাকেনা হয় প্রায় ২০ কোটি টাকা।