দুর্গন্ধ ছড়ানো কর্পস ফ্লাওয়ার দেখতে হাজার হাজার দর্শনার্থীর ভিড়!
পচাগলা মৃতদেহ থেকে যেমন গন্ধ আসে, তেমনই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে দৈত্যাকৃতির এক ফুল থেকে। সুঘ্রাণের পরিবর্তে দুর্গন্ধ ছড়ানো সে ফুল দেখতে ছুটে আসছে হাজার হাজার দর্শনার্থী। নিউইয়র্কের ব্রুকলিন বোটানিক গার্ডেনে প্রথমবার ফুটেছে ‘কর্পস ফ্লাওয়ার’ বা ‘মৃতদেহের ফুল’।