দেশের রাজনীতি
প্রাকৃতিক পরিবর্তনের ধারায় বদলে যাচ্ছে ঋতুবৈচিত্র্য

প্রাকৃতিক পরিবর্তনের ধারায় বদলে যাচ্ছে ঋতুবৈচিত্র্য

প্রেম, সংগ্রাম, দ্রোহ কিংবা অনুপ্রেরণা সব ক্ষেত্রেই বসন্তের নিবিড় প্রাসঙ্গিকতা। এক ফাল্গুনে ছিনিয়ে আনা মাতৃভাষার বিজয় যেমন এ জাতির গৌরবের পান্ডুলিপী তেমনি আবহমান কাল থেকেই বাসন্তী ফসল ঘরে তুলে চৈত্রেই কৃষকরা চুকান পুরাতন হিসেব। তবে প্রকৃতির আচরনগত পরিবর্তনে ক্রমশ পানসে হচ্ছে বাংলার বসন্ত। দেশের রাজনীতিতে বহুপক্ষীয় মতামতের সম্মিলন এ বসন্তকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ করলেও, সে বসন্ত কতটা রঙ্গিন?

আগে স্থানীয় না জাতীয় সংসদ নির্বাচন, বিপরীত মেরুতে সরকার-রাজনৈতিক দল!

আগে স্থানীয় না জাতীয় সংসদ নির্বাচন, বিপরীত মেরুতে সরকার-রাজনৈতিক দল!

প্রধান উপদেষ্টা একইসাথে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা বললেও রাজনৈতিক দলগুলো বলছে সংসদ নির্বাচনের আগে যেকোনো নির্বাচন দেশের রাজনীতিতে সংকট তৈরি করবে। তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয়ার কথাও বলছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের জন্য তা হবে আত্মঘাতী।