শুল্ক ফাঁকি দিয়ে কসমেটিকস আমদানি, রাজস্ব হারাচ্ছে সরকার
বাংলাদেশে কসমেটিকসের বাজার প্রায় ৩৪ হাজার কোটি টাকা, যার বেশিরভাগের যোগান আনুষ্ঠানিক, উৎসহীন। আবার এসবের বেশিরভাগই নকল ও শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া দেশিয় গহনার মান নিয়ে প্রশ্ন থাকায় এই বাজার ছেয়ে গেছে ভারত ও চীনের ইমিটেশনের গহনায়। এসব পণ্যের বাজার সম্প্রসারণ করতে উদ্যোক্তা এবং শিল্পগোষ্ঠীদের এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের।