‘ফ্যাক্টরি বন্ধ, শেয়ার মার্কেটে ধস, ব্যাংক কলাপস—এসব অস্বাভাবিক ব্যাপার চলতে পারে না’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাস্থ্য সুবিধা না পাওয়া, একের পর এক কারখানা বন্ধ হওয়া, শেয়ার বাজারে ধস নামা, বিভিন্ন ব্যাংকের শাটডাউনের মতো অস্বাভাবিক ব্যাপার দেশে ঘটছে। এভাবে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। এ পরিস্থিতির উন্নয়নে দেশে গণতন্ত্রের বিকল্প নেই বলে উল্লেখ করেছেন তারেক রহমান। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।