যুদ্ধে লক্ষ্য অর্জনের পরপরই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী জিম্মিদের ফেরত আনা ও হামাসের সামরিক সক্ষমতা ভেঙে দেয়ার দাবি করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, যুদ্ধবিরতি কার্যকরের পরই রাস্তায় নেমে উল্লাসে মেতে উঠেন হামাস সদস্যরা। চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরাইলসহ ফিলিস্তিনের সাধারণ জনগণ। গাজায় প্রবেশ করতে শুরু করেছে মানবিক সহায়তার ট্রাকও। যুদ্ধবিরতি বাস্তবায়নের ৩ ঘণ্টা আগেও ইসরাইলি হামলায় প্রাণ গেছে ১৯ জনের।