চালক সংকটে নেত্রকোণায় দুই মাসের বেশি সময় ধরে বন্ধ দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা। অস্থায়ী চালক দিয়ে মাঝে মধ্যে সেবা চললেও বেশিরভাগ সময়ই ব্যাহত হয় সেবা কার্যক্রম। সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকার সুবিধা নিচ্ছেন অসাধু অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুতই স্থায়ী চালক নিয়োগের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা সচল হবে।