দিল্লির বিস্ফোরণে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার কাশ্মীরি শিক্ষার্থী
ভারতের দিল্লিতে বোমা হামলার হুমকির ঘটনায় খালি করে ফেলা হয়েছে কয়েকটি আদালত ও দু'টি স্কুল প্রাঙ্গণ। অন্যদিকে, গেলো সপ্তাহের বিস্ফোরণের ঘটনায় খড়গ নেমে এসেছে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর। ফরিদাবাদে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার শিক্ষার্থী। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, দিল্লির বিস্ফোরণে কাশ্মীরে বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে কীভাবে যুদ্ধাপরাধের মতো ঘটনাকে স্বাভাবিক করে তুলছে ভারত সরকার।