বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম ভারত
টানা চতুর্থবারের মতো আম আদমি পার্টির দাপট, নাকি ২৭ বছর পর ফিরবে বিজেপির আধিপত্য? জবাব পেতে হাইভোল্টেজ দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম গোটা ভারত। মোদি সরকারের দমন পীড়নের পাশাপাশি অনেকেই দল ত্যাগ করায় কিছুটা বেকায়দায় কেজরিওয়াল। যদিও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কারণে জনপ্রিয়তার তারা। সফল কৌশলের কারণে বিজেপিও হেঁটেছে একই পথে।