দ্বিতীয় দিনের মতো কৃষকদের দিল্লি চলো, ১৪৪ ধারা জারি
দিল্লি চলো আন্দোলন দমাতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে শুক্রবার (৬ ডিসেম্বর) অন্তত ২০ জন কৃষক আহত হওয়ায় আজ (শনিবার, ৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো উত্তাল ভারত। ১৪৪ ধারা জারি ও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের মধ্যেও লংমার্চে জড়ো হচ্ছেন কৃষকরা। তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দামসহ সবকটি দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই দমানো যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন কৃষক নেতারা।