যুক্তরাষ্ট্রে শেষ হলো থ্যাংকসগিভিংয়ের আয়োজন; শুরু হয়েছে বড়দিনের অনানুষ্ঠানিকতা
লাখ লাখ মানুষের সমাগম আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শেষ হলো থ্যাংকসগিভিংয়ের আয়োজন। স্যান্টা ক্লজের আবির্ভাবে শেষ হয় মেসিজ থ্যাংকসগিভিং ডে প্যারেড। এর মধ্য দিয়েই মার্কিন ভূখণ্ডে শুরু হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের অনানুষ্ঠানিক আয়োজন।