ইরাক থেকে ভেনেজুয়েলা; মার্কিন ‘তেল রাজনীতির’ পুরনো ছক
জ্বালানি তেলের বাজারে আধিপত্য ধরে রাখতে যুক্তরাষ্ট্র যা খুশি তাই করতে পারে বলে বহু বছর আগেই সতর্ক করেছিলেন পুরনো শত্রুরা। বিশ্ব মোড়ল হিসেবে টিকে থাকতে যুক্তরাষ্ট্র ইরাককে ধ্বংস করে তেলের নিয়ন্ত্রণ চায়— এমন মন্তব্য করায় সাদ্দাম হোসেনের শেষ পরিণতি মৃত্যুদণ্ড হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।