সাগরে ফুকুশিমার তেজস্ক্রিয় পানি, ঝুঁকিতে সমুদ্র অর্থনীতি-জনস্বাস্থ্য
ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দূষিত তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়া নিয়ে আবারও সমালোচনার মুখে জাপান। বছর না ঘুরতেই এই কার্যক্রমের বিরোধিতায় নেমেছে দেশটির বিভিন্ন মহল। বিশ্ব পরমাণু শক্তি সংস্থার অনুমোদনের পরও, এই উদ্যোগকে কাণ্ডজ্ঞানহীন বলছে চীন। এর জেরে বেইজিংয়ের সঙ্গে সামুদ্রিক খাবার রপ্তানির বাণিজ্যে ঘাটতি দেখা দিয়েছে টোকিওর।