তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা, নিহত ৫
তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানির সদর দপ্তরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুই সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া ও জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ। গভীরভাবে উদ্বেগ জানিয়েছে ন্যাটো।