শেরপুরে চলছে দু’দিনের ফাতেমা রানীর তীর্থ উৎসব
শেরপুরের নালিতাবাড়ীর বারোমারি সাধু লিওর ধর্মপল্লীতে শুরু হয়েছে দু’দিনের ফাতেমা রানীর তীর্থ উৎসব। ৩০ অক্টোবর ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ৫০ হাজারেরও বেশি ক্যাথলিক খ্রিস্টভক্ত। এছাড়া এ উৎসব ঘিরে বসেছে বিভিন্ন পণ্যের মেলা। ব্যবসায়ীরা বলছেন, এবার শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি হবে প্রায় আড়াই কোটি টাকার পণ্য।