রোদে পুড়ে সারাদিনের খাটুনির পরে রাতেও দুর্বিষহ সময় কাটছে নিম্নবিত্ত মানুষের। তীব্র গরমে বস্তির টিনশেডের ঘরে টিকে থাকা দায় একটু আরামের খোঁজে তাই বাইরে রাতযাপন করছেন অনেকে। এতে প্রভাব পড়ছে তাদের দিনের কাজে।