ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, শিল্পকারখানায় উৎপাদন হুমকির মুখে
রাজধানীসহ সারাদেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফিলিং স্টেশনে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। এরমধ্যেই শিল্পখাতে গ্যাসের দাম আড়াই গুণ বাড়াতে চায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ালেও সরবরাহ বাড়ার সম্ভাবনা নেই। এতে শিল্পখাতে নতুন চ্যালেঞ্জ তৈরির পাশাপাশি প্রভাব পড়বে বাজারে।