কেমন কাটলো ফুটবল বর্ষ?
বছরের শেষভাগে এসে ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়া দেশের ফুটবলের সবচেয়ে বড় ঘটনা। এ বছর নারীদের সাফ শিরোপা ধরে রাখাও বড় অর্জন। কাজী সালাউদ্দিন যুগের অবসান ঘটিয়ে দেশের ফুটবলের সিংহাসনে বসেছেন তাবিথ আউয়াল।কেমন কাটলো ফুটবল বর্ষ?