গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কোনো পরিকল্পনাই কাজে আসছে না। গত কয়েক দশক ধরে বিভিন্ন প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। নগরপরিবহন থেকে একক বাস কোম্পানি কোনটাই কার্যকর হয়নি। গণপরিবহনের সাথে জড়িতরা ব্যক্তিরা বলছেন, সমন্বয়হীনতায় সেবা পাচ্ছেন না যাত্রীরা। আর বিশেষজ্ঞদের মতে, গণপরিবহনে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার।