ডিসপ্লে
স্মার্টফোন ডিসপ্লের সাত-সতেরো; কীভাবে চিনবেন কোনটি সেরা

স্মার্টফোন ডিসপ্লের সাত-সতেরো; কীভাবে চিনবেন কোনটি সেরা

বাজারে স্মার্টফোনে ব্যবহৃত ডিসপ্লে প্রযুক্তির ধরন দিন দিন বৈচিত্র্যময় হচ্ছে। প্রতিটি প্রযুক্তির নিজস্ব বৈশিষ্ট্য থাকায় ফোন বাছাইয়ের ক্ষেত্রে এখন ডিসপ্লে একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। শুধু উজ্জ্বল বা রঙিন ছবি দেখানোই নয়; ডিসপ্লের ধরন প্রভাব ফেলে ব্যাটারি ব্যাকআপ, চোখের আরাম, রঙের গভীরতা এবং ফোনের মোট মূল্যের ওপর। বর্তমানে সবচেয়ে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে রয়েছে—আইপিএস, এলসিডি, ওএলইডি, অ্যামোলেড (এএমওএলইডি), সুপার অ্যামোলেড এবং পিওলেড। প্রতিটি প্রযুক্তির সুবিধা-অসুবিধা আলাদা এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এর উপযোগিতাও ভিন্ন। কোন ডিসপ্লে কোন সুবিধা দেয়, এ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে স্মার্টফোন কেনার সিদ্ধান্ত আরও সহজ ও সঠিক হবে।