এলার্জির কারণ, ঘরোয়া প্রতিকার ও চিকিৎসা
এলার্জির সঙ্গে পরিচিত নন এমন মানুষ নেই বললেই চলে। জীবনের কোনো না কোনো এক সময় এলার্জির সমস্যা হয়ে থাকে। এর মধ্যে ঠান্ডাজনিত এলার্জি, ডাস্ট এলার্জি, খাদ্যে এলার্জির মতো বিষয় রয়েছে। বিভিন্ন কারণে মানবদেহে এলার্জির সমস্যা হয়ে থাকে। তাই এর কারণ নির্ধারণের মাধ্যমে চিকিৎসা বা নিরাময় ব্যবস্থা বাছাই করতে হবে।