বিতর্কের পর জনমত জরিপে ট্রাম্পের সঙ্গে ব্যবধান ৫ শতাংশে বাড়িয়ে নিয়েছেন কামালা। রয়টার্স ইপসোসের সবশেষ জরিপ বলছে, বর্তমানে কামালার প্রতি জনসমর্থন রয়েছে ৪৭ শতাংশ মার্কিনির। যদিও অর্থনৈতিক ইস্যুতে এখনো নিজের অবস্থান ধরে রেখেছেন রিপাবলিকান প্রার্থী। এদিকে কামালা আবারো বিতর্কের আহ্বান জানালেও তা প্রত্যাখান করেছেন ট্রাম্প।