সাভার-ধামরাইয়ে আশঙ্কাজনক হারে কমছে মাছ
ঢাকার অদূরে নদ-নদী বেষ্টিত শিল্পাঞ্চল সাভার-ধামরাই। যেখানে কয়েক লাখ মানুষের আমিষের চাহিদা মেটাতে বছরে দরকার হয় ৪২ হাজার ৩১ টন মাছ। এর বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র ১২ হাজার ৭০৯ টন। নদ-নদী ও জলাশয় থাকা সত্ত্বেও শিল্পবর্জ্যে আশঙ্কাজনক হারে মাছ উৎপাদন কমছে।