রাজধানীতে তিনদিনের চামড়া ও জুতা শিল্প মেলায় শুধু পণ্যের সমাহারই নয়, নতুন নতুন মেশিন ও প্রযুক্তির সঙ্গে পরিচয়কে বড় সুযোগ হিসেবে দেখছেন দর্শনার্থী ও দেশিয় উদ্যোক্তরা। ৬ জুন শুরু হওয়া এ মেলার পর্দা নামলো আজ।