দেশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টেনিসের নানা আয়োজনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে রেফারি আনা হয় হয় বিদেশ থেকে। এবার আক্ষেপ ঘুচিয়েছেন দেশের প্রথম হোয়াইট ব্যাজ পাওয়া টেনিস রেফারি মাশফিয়া আফরিন। তার হাত ধরে সুযোগ হচ্ছে আরও ভালো মানের অফিসিয়াল তৈরির। এতে খরচ কমবে দেশের টেনিস ফেডারেশনের।