ঈদ উপলক্ষে শেরপুরে জমজমাট আতর-টুপি ও জায়নামাজের বাজার
ঈদে নতুন পাঞ্জাবির পাশাপাশি নামাজের জন্য সবার পছন্দ নতুন টুপি, পাঞ্জাবি, জায়নামাজ ও সাথে সুগন্ধি আতর। তাই ঈদ যতই ঘনিয়ে আসছে সুরমা, আতর, টুপি, তসবি আর জায়নামাজের দোকানগুলোতেও ভিড় ততই বাড়ছে। ঈদে পছন্দের জামা-কাপড় কিনতে সামর্থ্যের বিষয়টি মুখ্য হলেও প্রায় সব শ্রেণি-পেশার মানুষের চাহিদায় থাকে টুপি, আতর ও জায়নামাজ।