পুরনো চারায় ব্যাহত হচ্ছে বগুড়ার কলাচাষ
বগুড়ায় বেড়েছে কলাচাষ। এখানকার কলা যাচ্ছে রাজধানীসহ বিভিন্ন জেলায়। তবে, বিপণন সুবিধার জন্য নেই হাটের কোনো নির্ধারিত স্থান। শিবগঞ্জ ও গোবিন্দগঞ্জে মহাসড়ের পাশে চলে বেচাকেনা। উন্নত মানের চারা পাওয়া গেলে জেলায় কলাচাষ আরও বাড়বে বলে দাবি চাষিদের।