পুরুষদের মাথায় টাক পড়ার প্রবণতা বেশি কেন?
বিশ্বখ্যাত অভিনেতা দ্য রক হোক কিংবা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস—তাদের দিকে তাকালে সবার আগে যা নজর কাড়ে তা হলো তাদের চকচকে টাক। নানান কারণে পুরুষের মাথা থেকে চুল পড়ে টাক হয়ে যায়। কিন্তু ঠিক কী কারণে পুরুষদের মধ্যে টাক পড়ার প্রবণতা বেশি দেখা যায়? চলুন জেনে নিই।