মৌলভীবাজারে দিন দিন জনপ্রিয় হচ্ছে, নিরঞ্জনের ঝুড়িতে তৈরি দই। সুস্বাদু হওয়ায় স্থানীয় নানা অনুষ্ঠানে এ দইয়ের চাহিদা তুঙ্গে। চাহিদা বাড়ায় মাসে বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ লাখ টাকার মহিষের দই।