গ্যাস সিলিন্ডার বিক্রিতে তুঘলকি কাণ্ড: সরকারি দাম ১২৭০, বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়!
রাজধানীতে গ্যাস সিলিন্ডারের বাজারে তুঘলকি কাণ্ড চলছে। সরকারি মূল্য ১ হাজার ২৭০ টাকা হওয়া সত্ত্বেও ভোক্তাদের খুচরা দোকান থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম দিতে হচ্ছে। দোকানি দোষারোপ করছেন ডিলারদের, আর ডিলাররা অভিযোগ করছেন দোকানিদের দিকে। এ দোষারোপের খেলায় সাধারণ ক্রেতারা পুরোপুরি নাকাল। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে কড়াকড়ি আর পরিবেশকদের লাগাম টেনে ধরলেই থামানো যাবে সিন্ডিকেটের দৌরাত্ম্য।