হবিগঞ্জের রাতের আধাঁরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত শতাধিক
হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আধাঁরে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট এবং অন্তত ৩০ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।