ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান ও বসুন্ধরা কিংসের খেলায় দর্শকের ঢল নেমেছিল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। স্থানীয়রা ছাড়াও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকেও বাস-ট্রাকে করে দর্শক আসে স্টেডিয়ামে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়ামের পুরো গ্যালারি। টানটান উত্তেজনার জমজমাট ফাইনাল দেখে উচ্ছ্বসিত দর্শকেরা।