শরিকদের চাপ সত্ত্বেও স্পিকার পদ ছাড়তে চাইছে না বিজেপি
'মোদি থ্রি পয়েন্ট ও' সরকারের বহুল প্রতীক্ষিত মন্ত্রিপরিষদ ঘোষণা শেষ। এখন স্পিকার পদ ঘিরেই সব আলোচনা। শরিকদের চাপ সত্ত্বেও স্পিকার পদ ছাড়তে চাইছে না বিজেপি। এদিকে জেপি নাড্ডা মন্ত্রী পরিষদে স্থান পাওয়ায় খালি হয়ে গেছে বিজেপি সভাপতির পদ। গুরুত্বপূর্ণ দুই পদ পাচ্ছেন কারা, এ নিয়ে চলছে বিশ্লেষণ।