
ফিরে দেখা ২০২৫: বিশ্বজুড়ে জেন-জি বিপ্লব ও তারুণ্যের উত্থান
আগুন, কাঁদানে গ্যাস, গ্রাফিতি ২০২৫ সালজুড়ে আন্দোলনে উত্তাল ছিল নেপাল থেকে মাদাগাস্কারসহ বিশ্বের বিভিন্ন দেশ। দুর্নীতি, দুর্বল শাসন আর অর্থনৈতিক অসহায়ত্বের মুখে দেশে দেশে ফুঁসে ওঠে তরুণরা। জেন-জিদের নেতৃত্বেই এ বছর সরকার পতন থেকে শুরু করে রাজনীতির পুনর্গঠন দেখেছে বিশ্ব। বৈশ্বিক ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেও এই তরুণরাই। তবে প্রাথমিক জয়ের কাছাকাছি পৌঁছেও ঐক্য-পরিকল্পনা আর নেতৃত্বের অভাবে শেষ পর্যন্ত অধরাই থেকে গেছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সম্ভাবনা।

জুলাই বিপ্লবের ছাত্রনেতাদের আমন্ত্রণ জানালেন মার্কিন কংগ্রেসম্যান
গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা পতনে বাংলাদেশের 'জেন-জি বিপ্লব' -এর প্রভাব স্বীকার করেছেন। একইসঙ্গে মার্কিন কংগ্রেসে একটি কংগ্রেসনাল ঘোষণা গ্রহণের জন্য তিনি জুলাই বিপ্লবের ছাত্র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।