৬৬টি আখ মাড়াই মৌসুম পার করেছে জামালপুরের জিলবাংলা চিনি কল এর মধ্যে ৪৮ মৌসুমেই লোকসান। মাথায় ৬শ' ৫৬ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই চলছে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, চিনিকলের লভ্যাংশ দিয়ে এত বড় ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তবে লভ্যাংশ বাড়াতে পদক্ষেপ নেয়া হয়েছে।